কোম্পানির প্রোফাইল
আমাদের সম্পর্কে জানুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বই প্রকাশনায় Lecture Publications Limited একটি শীর্ষস্থানীয় সংস্থা। বাংলাদেশে প্রকাশনার জগতে একমাত্র Lecture Publications ISO 9001:২০০৮ সনদ প্রাপ্তির গৌরব অর্জন করেছে। সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে Lecture Publications Limited গুনগত মান বজায় রেখে ধারাবাহিকভাবে বই প্রকাশ করে আসছে দুই যুগেরও বেশি সময় ধরে।
প্রাতিষ্ঠানিক পটভূমি
বই প্রকাশনায় Lecture Publications এর যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। ২০০৬ সালে Omicon Group এর একটি অঙ্গ প্রতিষ্টান হিসেবে এটি Lecture Publications Limited নাম কোম্পানিতে রূপান্তরিত হয়। সুদীর্ঘ ২৯ বছর যাবৎ এটি মাধ্যমিক ও উচ্ছমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত বই প্রকাশ করে আসছে।
আমাদের বৈশিষ্ট
বইয়ের মান উন্নয়নের উপর লেকচার পাবলিকেশন্স সব সময় সজাগ। প্রতিবছর লেকচার পাবলিকেশন্স এর বইগুলো প্রকাশিত হয় নতুন আঙ্গিকে আরো উন্নত সংস্করণ নিয়ে। শিক্ষার্থীদের কাছে যথাসময়ে মানসম্মত বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
আমাদের কার্য পরিচালনা পদ্ধতি
লেকচার পাবলিকেশন্স ৩ টি পর্যায়ে কাজ পরিচালনা করে থাকে:
Research and Development Division: বই লেখা ও সম্পাদনা কাজে আমাদের রয়েছে একঝাঁক মেধাবী ও অভিজ্ঞ লেখক ও সম্পাদক। যাদের অধিকাংশ সেরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চতর ডিগ্রিধারী লেখক।
Sales, Marketing and Distribution Division: সমগ্র বাংলাদেশে শিঃক্ষার্থীদের হাতে মানসম্মত বইগুলো পৌঁছে দিতে আমাদের রয়েছে বিসৃত নেটওয়ার্ক। যায় নেটওয়ার্কের আওয়াতায় রয়েছে ২০০ এর বেশি জেলাভিত্তিক এজেন্ট এবং ৫০০০ এর বেশি দক্ষ বিক্রয় প্রতিনিধি।
Customer Care and Help Desk: বিক্রয় পরবর্তী সেবা দেয়ার জন্য আমাদের রয়েছে দক্ষ কর্মীদল, যারা লেকচার পাবলিকেশন্স এর বই সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান দিতে প্রস্তুত। এছাড়া শিক্ষাৰ্থী ও পাঠক মহলের সব রকম অভিযোগ, অভিমত ও পরামর্শ সাদরে গ্রহণ করা হয়।
৮টি আন্তর্জাতিক নীতিমালা
বই প্রকাশনার কাজে লেকচার পাবলিকেশন্স ৮টি আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে থাকে, সেগুলো হচ্ছে:
গ্রাহক ফোকাস: কাস্টমারের প্রয়োজনীয়তাকে বুঝা এবং পূরণ করা।
নেতৃত্ব: স্টেকহোল্ডারদের সুবিধাগুলির উপর ফোকাস করা।
মানুষের অংশগ্রহণ: অনুপ্রাণিত, প্রতিশ্রুতিবদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তি অন্তর্ভুক্ত করা এবং তাদের কর্মক্ষমতা প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করা।
প্রক্রিয়া পদ্ধতি: অনেক বড় মাপের কৃতিত্বের জন্য দক্ষ ও পরিচালিত পদ্ধতি প্রয়োগ করা।
ক্রমাগত উন্নতি: পণ্য, প্রক্রিয়া এবং সিস্টেমের মধ্যে ক্রমাগত উন্নতি জোরদার করা।
সিদ্ধান্ত নেওয়ার বাস্তবসম্মত পদ্দ্বতি: সঠিক সিদ্ধান্ত নিতে তথ্য বিশদ বিশ্লেষণ পরিচালনা।
পারস্পরিক উপকারী এবং সরবরাহকারী সম্পর্ক:
পারস্পরিক উপকারী সম্পর্কে আস্থা রাখা যা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী করবে।
আমাদের সাথে অংশ নিন
আমরা প্রতিভাবান ব্যক্তিদের আমাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি, যারা প্রতিষ্ঠানটিকে পরবর্তী স্তরে নিতে সর্বোচ্চ অবদান রাখবে। যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী হন এবং গবেষণা-উন্নয়ন, আইটি, অর্থ, বিক্রয় ও বিতরণ, প্রশাসন, বিপণন এবং গ্রাহক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞ হন, তাহলে আজই আপনার সিভি জমা দিন hr@omicon.com।
আমরা প্রতিযোগিতামূলক প্যাকেজগুলি প্রদান করি যা সঠিক প্রার্থীদের আকর্ষণীয় পারিশ্রমিক এবং সুবিধাগুলি অন্তর্ভুক্ত করে।