বাংলা ফন্ট সমস্যা ?

ইউনিকোড বাংলা পড়তে আপনার কম্পিউটারে সিস্টেম কনফিগার করুন

 

লেকচার পাবলিকেশন্স ওয়েবসাইটের বাংলা সংস্করণ পড়তে সমস্যা হলে আপনার কম্পিউটারের সিস্টেম কনফিগার করুন। বাংলা ইউনিকোড কেবল উইন্ডোজ ২০০০, উইন্ডোজ এক্সপি, বা উইন্ডোজ ভিস্তাতেই পড়া সম্ভব। উইন ৯৮, উইন ৯৫, উইন মিলেনিয়াম, এনটি বা উইন্ডোজ পুরোনো সংস্করণগুলোতে ইউনিকোড বাংলা পড়া যাবে না।

 

সঠিকভাবে কনফিগার করলে ও প্রয়োজনীয় বাংলা ফন্টটি থাকলে অপারেটরিং সিস্টেম ম্যাক বা লিনাক্সেও ইউনিকোড বাংলা পড়া যাবে।

 

এবার নির্ধারিত অপারেটিং সিস্টেমের জন্য ধারাবাহিক পদ্ধতিগুলো অনুসরণ করুন।

 

উইন্ডোজ এক্সপি

   ১. স্টার্ট মেনুতে যান> কন্ট্রোল প্যানেল খুলুন> রিজিওনাল এন্ড ল্যাংগুয়েজ অপশন খুলুন।

   ২. ল্যাঙ্গুয়েজ ট্যাবে গিয়ে 'সিলেক্ট ইন্সটল ফাইলস ফর কমপ্লেক্স স্ক্রিপ্ট এন্ড রাইট--টু--লেফট ল্যাঙ্গুয়েজ' এর পাশে টিক চিহ্ন দিন।

   ৩. 'ওকে' অপশনে ক্লিক করুন. এ সময় আপনার কম্পিউটার আবার চালু করতে হতে পারে।

 

উইন্ডোজ ২০০০

   ১. স্টার্ট মেনুতে যান> কন্ট্রোল প্যানেল খুলুন> রিজিওনাল এন্ড ল্যাঙ্গুয়েজ অপশন খুলুন।

   ২. জেনারেল ট্যাবে গিয়ে ল্যাঙ্গুয়েজ সেটিংস দেখুন।

   ৩. তালিকা থেকে ইনডিক সিলেক্ট করুন।

   ৪. 'ওকে' করুন. এ সময় আপনার কম্পিউটার আবার চালু করতে হতে পারে।


সিস্টেম কনফিগারের পর ওয়েবসাইট থেকে নিচের বাংলা ফন্ট ডাউনলোড ও ইন্সটল করুন।