সচরাচর জিজ্ঞাস্যা



প্রশ্ন ১। এস.এস.সি. ২০১৪ পরীক্ষার জন্য টেস্ট পেপার কি বের হয়েছে?

উত্তর: হ্যা। তিন বিভাগে আটটি বোর্ডের জন্য সর্বমোট ২৪টি টেস্ট পেপার বের হয়েছে। আপনার বোর্ড ও বিভাগের জন্য নির্ধারিত টেস্ট পেপারটি সংগ্রহ করতে নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করুণ। টেস্ট পেপারের মূল্য ও বিবরণ জানতে এখানে ক্লিক করুণ।

প্রশ্ন ২। এস.এস.সি. ২০১৪ পরীক্ষার জন্য মেইড ইজি কি বের হয়েছে?

উত্তর: হ্যা। বিষয়ভিত্তিক মেইড ইজির মূল্য ও বিবরণ জানতে এখানে ক্লিক করুণ।

প্রশ্ন ৩। আমি কিভাবে অনলাইনে এম.সি.কিউ. (MCQ) পরীক্ষা দিব?

উত্তর: এজন্য প্রথমে আপনাকে ওয়েবসাইটে http://lecturepublications.org/. রেজিস্ট্রেশান করতে হবে। এরপর লগ-ইন করে practice corner মেনু থেকে প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে এম.সি.কিউ. পরীক্ষা শুরু করুণ।

প্রশ্ন ৪। Question bank ও Answer কিভাবে ডাউনলোড করব?

উত্তর: Question Bank ও Answer এবং PDF ফরম্যাটের ফাইলগুলো ডাউনলোড করতে হলে আপনাকে আগে লগ-ইন করে নিতে হবে। এক্ষেত্রে আপনি ওয়েবসাইটে পূর্বে রেজিস্ট্রেশান করা না থাকলে আগে রেজিস্ট্রেশান করে নিন, এরপর লগ-ইন করুন।

প্রশ্ন ৫। স্ক্র্যাচ কার্ড কিভাবে ব্যবহার করব?

উত্তর: স্ক্র্যাচ কার্ডের পিছনে এটি ব্যবহারের নিয়মাবালি রয়েছে যেটি অনুসরণ করে আপনাকে এস. এম. এস পাঠাতে হবে। আর ওয়েবসাইটে ব্যবহারের নিয়মাবালি জানতে এই লিংকটিতে ক্লিক করুন।

স্ক্র্যাচ কার্ড ব্যবহারের নিয়মাবালি (A link should be added here)
•    স্ক্র্যাচ কার্ডটি ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আগে এখানে রেজিস্ট্রেশান করতে হবে।

প্রশ্ন ৬। আমি স্ক্র্যাচ কার্ডের গোপন নম্বর ঢুকানোর জন্য Scratch Card ফর্ম খুঁজে পাচ্ছি না?

উত্তর: স্ক্র্যাচ কার্ডটি ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আগে লগ-ইন করে নিতে হবে। লগ-ইন করার পর আপনি স্ক্র্যাচ কার্ডের গোপন নম্বর ঢুকানোর জন্য 'Use Scratch Card' image টিতে ক্লিক করুণ এবং Use Scratch Card ফর্ম পূরণ করুণ।  এক্ষেত্রে আপনি ওয়েবসাইটে পূর্বে রেজিস্ট্রেশান করা না থাকলে আগে রেজিস্ট্রেশান করে নিন, এরপর লগ-ইন করুন।

 

প্রশ্ন ৭। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমি কি কি সুবিধা পেতে পারি?

উত্তর: স্ক্র্যাচ কার্ডের সুবিধাবলি বিভিন্ন বইয়ের জন্য বিভিন্ন। তাই আপনি কোনও নির্দিষ্ট স্ক্র্যাচ কার্ডের সুবিধাগুলি জানতে বইয়ে দেখুন অথবা পত্রিকায় বিজ্ঞাপন দেখুন অথবা ফেইসবুকে খোঁজ করুণ।

প্রশ্ন ৮। স্ক্র্যাচ কার্ডের উইনার হলে আমি কিভাবে জানবো এবং পুরস্কার কিভাবে পাবো?

উত্তর: আপনি বিজয়ী হলে আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং পুরস্কার সংগ্রহের স্থান জানিয়ে দিব।

প্রশ্ন ৯। আমি সিডি ডিস্ক ওপেন করতে পারছি না?

উত্তর: ২ মিনিট অপেক্ষা করুণ, সিডি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। তারপর চালু না হলে পরীক্ষা করে নিন আপনার সিডি ড্রাইভ এবং operating system ঠিক আছে কি না। অথবা  অন্য কম্পিউটারে সিডিটি ওপেন করার চেষ্টা করে দেখুন। সবকিছু ঠিক থাকার পরও চালু না হলে আপনি লাইব্রেরি থেকে সিডিটি পরিবর্তন করে নিন।

প্রশ্ন ১০। সিডি ডিস্ক ওপেন করতে ইন্টারনেট লাগবে কি?

উত্তর: না। সিডিটি একটি অভিনব পদ্ধতিতে তৈরি করা, যেটি খুলতে কোনো ইন্টারনেট সংযোগ লাগবে না।  তবে বইয়ের সাথে দেয়া স্ক্র্যাচ কার্ড ব্যবহার করে  ফ্রি মেইডইজি ও ই-বুক পড়ার সুবিধা পেতে আপনাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশান করতে হবে।